আয়েশা (রা.) রাসূলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ‘আল্লাহ তাআলা খিমার পরিধান করা ছাড়া কোনো প্রাপ্তবয়স্কা নারীর নামাজ কবুল করেন না।’ (আবু দাউদ, তিরমিজি)
🕌 খিমার শুধু মেয়েদের পোশাক নয়, বরং নামাজের পূর্ণতা ও ইবাদতের সৌন্দর্যের অংশ! 💖
নামাজ পড়ুন সঠিকভাবে—খিমারসহ, সতর ঢেকে।